“আমি গ্রন্থ সংগ্রহকে বিত্ত সংগ্রহের সঙ্গে তুলনা করি। আমি মনে করি যে, তিনি যথার্থ বিত্তবান যার অনেক গ্রন্থ আছে। গ্রন্থ যদি অলঙ্কার হিসেবে শোভা পায় তাতেও ক্ষতি নেই। এ অলঙ্কার প্রাণকে দীপ্ত করে এবং হৃদয়কে আশ্বস্ত করে। ”

বাংলাদেশ:১৯৭৫

সৈয়দ আলী আহসান