পুস্তক পর্যালোচনা প্রতিযোগিতা
কেবল মৌলভীবাজার জেলার সকল স্কুল (নবম-দশম)-কলেজ(একাদশ-দ্বাদশ) এর শিক্ষার্থীদের জন্য উত্তরণ পাঠচক্র ও পাঠকসংঘের একটি নিয়মিত আয়োজন পুস্তক পর্যালোচনা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি:
১. একটি খ্রিস্টীয় বছরে তিন বার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতি ০৩ (তিন) মাসের মধ্যে (জানুয়ারি থেকে মার্চ, মে থেকে জুলাই, সেপ্টেম্বর থেকে নভেম্বর) পর্যালোচনার জন্য মাসগুচ্ছের প্রথম মাসের প্রথম সপ্তাহের মধ্যেই একটি বই নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে এবং বইটির একটি পিডিএফ ভার্সন অর্থাৎ সফট্ কপি সাইটে রাখা হবে। পুস্তক পর্যলোচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা তা ডাউনলোড করে পড়তে পারবে। তবে কেউ চাইলে নিজ তৎপরতায় বইটির হার্ডকপি সংগ্রহ করে পড়তে পারে। তিন মাসের মধ্যে নিজ হাতে বইটির একটি যথাযথ পর্যালোচনা A4 সাইজ কাগজের উভয় পৃষ্ঠায় লিখে ডাক/কুরিয়ার যোগে বা সরাসরি পাঠকসংঘের ঠিকানায় জমা দিতে হবে। প্রথম পৃষ্ঠায় কেবল প্রতিযোগীর নাম, শ্রেণি, রোল, বিভাগ, শিক্ষাবর্ষ, মোবাইল নম্বর ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
২. নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত উপায়ে পৌঁছা লেখাগুলো যাচাই-বাছাই করে সেরা তিন জনকে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।
৩. জানুয়ারি থেকে মার্চ মাসের পুস্তক পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এপ্রিল মাসে, এভাবে মে থেকে জুলাই মাসেরটা আগস্ট মাসে, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসেরটা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের তারিখ সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে জানানো হবে।
২৬ মার্চ ২০২৪ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বুক রিভিউ কম্পিটিশনের জন্য নির্ধারিত বইটি হচ্ছে প্রথমাপ্রকাশিত ‘একাত্তরের চিঠি’। বইটির একটি পিডিএফ কপি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিয়ে পড়া যাবে। বইটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে উপর্যুক্ত নিয়মে এর উপর নিজ হাতে লেখা একটি পর্যালোচনা আগামী ৩১ মার্চ ২০২৪ তারিখের মধ্যে জমা দিতে হবে।
লেখা জমা দেওয়ার ঠিকানা-
উত্তরণ পাঠচক্র ও পাঠকসংঘ
ভিক্টোরিয়া স্কুল মার্কেট, কলেজ রোড
শ্রীমঙ্গল