উত্তরণ বিতর্ক ক্লাব বিভিন্ন উপলক্ষে সময়ে সময়ে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে উত্তরণ ডিবেটিং ক্লাব থেকে চিঠির মাধ্যমে স্ব স্ব স্কুল বা কলেজ থেকে তিন জন বিতার্কিকের একটি দল পাঠাতে অনুরোধ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বিতার্কিকের তথ্যসম্বলিত দলের তালিকা পাওয়ার পর উত্তরণ বিতর্ক ক্লাব অবস্থাবিশেষে যথাযথ উপায়ে দুটি দলকে প্রতিপক্ষ করে পর্ব বা রাউন্ডভিত্তিক বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করে। চূড়ান্ত পর্বের বিজয়ী বা চ্যম্পিয়ন ও রানার্স আপ দলকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উত্তরণ বিতর্ক ক্লাব স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালার আয়োজন করে থাকে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতী বিতার্কিকদের দিয়ে এই কর্মশালায় সেশন পরিচালনা করা হয়।