পাঠচক্র ও পাঠকসংঘের সদস্য হওয়ার সুবিধা ও নিয়মাবলি:

উত্তরণ পাঠচক্র ও পাঠকসংঘের একজন সদস্য বছরে যতবার ইচ্ছা তালিকাভুক্ত বইগুলো থেকে হাতে থাকা সাপেক্ষে যে কোন বই পড়ার জন্য বাসায় নিয়ে যেতে পারবেন।

একবারে কেবল একটি বই নেওয়া যাবে। বইভেদে থেকে ২০ দিনের মধ্যে বই ফেরত দিতে হবে। বইয়ে কোনও দাগ দেওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে বই ফেরত না দিলে বা বই হারিয়ে ফেললে বা বইয়ের কোনরূপ ক্ষতি সাধন করলে বইয়ের ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় নিবন্ধন বাতিল হয়ে যাবে।

সদস্য হওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।  কেবল শিক্ষার্থীদের ক্ষেত্রে নিবন্ধন ফি বাবদ ০০/- টাকা (অফেরতযোগ্য), অন্যথায় ০০/- টাকা (অফেরতযোগ্য) বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পূরণকৃত অনলাইন নিবন্ধন ফরমটি সাবমিট করা হলে তা ভেরিফাই করে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজের মাধ্যমে সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি আইডি নম্বর দেওয়া হবে। প্রতিবার বই নেওয়া ও ফেরত দেওয়ার সময় এই আইডি নম্বর প্রয়োজন হবে।